আমাদের ব্যবসার নীতি

টার্মস এবং কন্ডিশনস

✅ Terms & Conditions (English)
1. Introduction:
This website is operated by [Tithi Foods]. By accessing and using this website, you agree to the terms and conditions outlined below.
2. Product & Service Description:
We provide 100% pure cow ghee made through traditional methods. Each product is clearly described with ingredients, quantity, and benefits. We maintain transparency and honesty in all our product details.
3. Orders & Pricing:
 Orders are processed within 24 to 48 hours of confirmation.
 Prices at the time of order confirmation will be honored, although prices may change due to company policy or market adjustments.
 We reserve the right to accept or cancel any order.
4. Delivery:
 We aim to deliver your order within the specified time frame.
 Delays may occur due to natural disasters, strikes, or unforeseen circumstances.
 We are not responsible for delays caused by incorrect shipping information.
5. Intellectual Property:
All images, videos, content, and logos on this website are our property. You may not use, reproduce, or distribute them without our permission.
6. User Responsibility:
If you provide any reviews, messages, or comments on our website, they must be truthful, respectful, and not violate community guidelines.
✅ Terms & Conditions (বাংলা)
১. পরিচিতি:
এই ওয়েবসাইটটি (তিথি ফুডস) দ্বারা পরিচালিত হয়। আমাদের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনি নিম্নলিখিত শর্তাবলীতে সম্মত হচ্ছেন।
২. প্রোডাক্ট ও সেবার বিবরণ:
আমরা ১০০% খাঁটি গাওয়া ঘি সরবরাহ করে থাকি। প্রতিটি প্রোডাক্টের উপাদান, পরিমাণ ও বৈশিষ্ট্য ওয়েবসাইটে বর্ণনা করা হয়। আমরা সর্বোচ্চ সততা ও স্বচ্ছতার ভিত্তিতে তথ্য প্রদান করি।
৩. অর্ডার এবং মূল্য নির্ধারণ:
 আপনি অর্ডার নিশ্চিত করলে সেটি প্রসেস করতে ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে।
 অর্ডারের সময় প্রদত্ত মূল্যে পণ্য প্রেরণ করা হয়, তবে কোম্পানির পলিসি অনুযায়ী মূল্য পরিবর্তন হতে পারে।
 আমরা যেকোনো অর্ডার গ্রহণ বা বাতিল করার অধিকার রাখি।
৪. ডেলিভারি:
 আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঘি ডেলিভারি করার চেষ্টা করি।
 দুর্যোগ, হরতাল বা অন্যান্য বাহ্যিক কারণের জন্য ডেলিভারিতে বিলম্ব হতে পারে।
 ভুল ঠিকানা দিলে ডেলিভারিতে বিলম্ব বা ব্যর্থতার জন্য আমরা দায়ী থাকব না।
৫. ইন্টেলেকচুয়াল প্রপার্টি:
এই ওয়েবসাইটে ব্যবহৃত সকল ছবি, ভিডিও, কনটেন্ট এবং লোগো আমাদের মালিকানাধীন। অনুমতি ছাড়া কোনোভাবেই এগুলো ব্যবহার করা যাবে না।
৬. ব্যবহারকারীর দায়িত্ব:
আপনি যদি আমাদের ওয়েবসাইটে কোনো মন্তব্য, পর্যালোচনা বা তথ্য প্রদান করেন, তবে সেটি অবশ্যই সত্য, অশালীনবর্জিত ও সম্মানজনক হতে হবে।