তিথি ফুডস সম্পর্কে
আমাদের যাত্রা শুরু হয়েছিল একটা ছোট্ট স্বপ্ন নিয়ে সবাই যেন ভেজালমুক্ত, খাঁটি ঘি খেতে পারে। যেখানে ঘিয়ের ঘ্রাণে থাকবে শৈশবের স্মৃতি, মা-ঠাকুমার রান্নার ছোঁয়া, আর থাকবে নিখাদ স্বাস্থ্য উপকারিতা। আমরা বিশ্বাস করি, খাঁটি খাবারই সুস্থ জীবনের প্রথম ধাপ। তাই আমাদের প্রতিটি ঘি তৈরি হয় শতভাগ গাভীর দুধ থেকে, কোনোরকম কেমিক্যাল, প্রিজারভেটিভ বা আর্টিফিশিয়াল কালার ছাড়া।
আমাদের ঘি:
✅ গাওয়া পদ্ধতিতে তৈরি
✅ ভেজালমুক্ততার গ্যারান্টিসহ
✅ ফুডগ্রেড পাত্রে ও প্রিমিয়াম প্যাকেজিংয়ে
✅ ডেলিভারির আগে চেখে দেখার সুযোগসহ
আমরা শুধু পণ্য বিক্রি করি না, বরং সততা, স্বচ্ছতা ও কাস্টমার কেয়ারকে আমাদের ব্র্যান্ডের মূল চালিকাশক্তি মনে করি। কাস্টমারের প্রশ্নের উত্তর, অর্ডার কনফার্মেশন, এমনকি কেনার পরেও কাস্টমারের পাশে থাকাটাই আমাদের দায়িত্ব।
আপনার পরিবারের জন্য খাঁটি ভালোবাসা পৌঁছে দিই ঘিয়ের পাত্রে ভরে।